গণমাধ্যম [ঢাকা ]

 

গণমাধ্যম[সম্পাদনা]

ঢাকা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য বাংলা দৈনিক পত্রিকাগুলোর মধ্যে রয়েছে ইত্তেফাকসংবাদপ্রথম আলো, আজকের কাগজভোরের কাগজজনকণ্ঠযুগান্তর, ইনকিলাবনয়া দিগন্ত, সমকালমানবজমিন, পূর্বাঞ্চল, সংগ্রামকালের কণ্ঠ‌।
ইংরেজি দৈনিক পত্রিকাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ অবজারভারবাংলাদেশ টুডেফিনান্সিয়াল এক্সপ্রেসইন্ডিপেন্ডেন্টনিউ এইজনিউ নেশনডেইলি স্টারনিউজ টুডে। ঢাকায় অবস্থিত সংবাদ সংস্থাগুলো হলো বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ, (ইউ.এন.বি)

সাহিত্য পত্রিকা গুলোর মধ্যে উল্লেখযোগ্য কালি ও কলম, সমুদিত (ত্রৈমাসিক সাহিত্য ডাক), সমধারা, অণুপ্রাণন, নান্দিক, কালাঞ্জলি, কথা, বাংলার কবিতাপত্র, জলধি।

অনলাইন পত্রিকার গুলোর মদ্ধে উল্লেখযোগ্য বিডিনিউজ২৪.কমবাংলানিউজ২৪.কম 

স্থানীয় টেরেস্ট্রিয়াল টেলিভিশন সম্প্রচার কেন্দ্র হলো বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি। এছাড়া স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মধ্যে উল্লেখযোগ্য হলো বিটিভি ওয়ার্ল্ডমাই টিভিচ্যানেল আইএটিএন বাংলাএনটিভিআরটিভিবৈশাখী টিভিবাংলাভিশনদিগন্ত টিভিদেশ টিভিএকুশে টেলিভিশনইনডিপেনডেন্ট টেলিভিশনএকাত্তর টিভিআনন্দ টিভি

ঢাকার রেডিও চ্যানেল (সরকারি ও বেসরকারি), বাংলাদেশ বেতার (সরকারি রেডিও চ্যানেল), রেডিও ভূমিরেডিও ফুর্তিরেডিও টুডেরেডিও আমারএবিসি রেডিও, বাংলাদেশ বেতারের ট্রাফিক সম্প্রচার কার্যক্রম

0 Comments